লিমিটেড নেট ইউজাররা সহজেই ডাটা সেইভ করুন গুগল ক্রোমের মাধ্যমে। - Hack School Bangladesh

হ্যাকিং শিখুন নিজেকে রক্ষা করার জন্যে!

Post Top Ad

Responsive Ads Here

লিমিটেড নেট ইউজাররা সহজেই ডাটা সেইভ করুন গুগল ক্রোমের মাধ্যমে।

Share This
 কেমন আছেন আপনারা সবাই , আশা করি অনেক ভালো আছেন । আজকের টিউনে আমি আপনাদের দেখাবো, কিভাবে ইন্টারনেট ডাটা'র ব্যাবহার সঞ্চয় করবেন গুগল ক্রোম ব্রাউজার ব্যাবহার করার মাধ্যমে। আমাদের মধ্যে অনেকেই লিমিটেড বান্ডেলের ইন্টারনেট ব্যাবহার করেন , এবং অনেকক্ষেত্রে আমরা আনলিমিটেড ইন্টারনেট ব্যাবহারকারী হলেও বিভিন্ন জায়গায় ওয়াইফাই কানেকশন বা ব্রডব্যান্ড কানেকশন তো অবশ্যই কেউ পকেটে নিয়ে ঘুরতে পারবেন না :P অথবা যেকোনো কোনো কারণে যদি আপনার আনলিমিটেড ইন্টারনেট ব্যাবহার করার ডিভাইসটি আপনার সাথে না থাকে তখন আপনাদের পে-পার ইউজ পদ্ধতিতে নেট ব্যাবহার করতে হয় বা অনেকেই সব সময় মোবাইলে নেট ব্যাবহার করেন না কিন্তু কোনো কারণ বশত মাঝেমধ্যে কোনো প্যাকেজ না কেনা ছাড়াই ব্যাবহার করেন । আপনাদের হয়তো সবার জানা আছে যে পে-পার ইউসেজ পদ্ধতিতে অনেক বেশীই টাকা কাটে যেটা বান্ডেলের ক্ষেত্রে হয় না । যায় হোক অনেক অকাজের কথা বলে ফেললাম এখন আসি আসল কথায় । সুতারাং যেকোনো ক্ষেত্রে আপনি যদি চান কম ডাটা ব্যাবহার করে আপনার সব কাজ সারতে তাহলে এই টিউনটি আপনার জন্যেই নিচে আমি কয়েকটি সিম্পল স্টেপের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো কিভাবে আপনারা সেটা করতে পারেন। স্টেপ ১) আপনার অবশ্যই গুগল ক্রোম ব্রাউজার দরকার হবে , গুগল ক্রোম পিসি ছাড়াও ট্যাবলেট এবং এন্ড্রয়েড ফোনেও ব্যাবহার করা যায় (যারা জানেন না তাদের জন্যে বললাম :) ) Data Saver (beta) Data Server Screenshoot[/caption] স্টেপ ২) এখান থেকে এক্সটেনশনটি ক্রোমে এড করে নিন ফ্রিতে গুগল ওয়েব স্টোর থেকে স্টেপ ৩) এক্সটেনশনটি ইন্সটল করার পরে আপনি একটি নতুন আইকন দেখতে পাবেন ব্রাউজারের ডানপাশের উপরের দিকে , আইকনটিতে ক্লিক করে প্লাগিনটি একটিভেইট করুন । স্টেপ ৪) প্লাগিনটি এক্টিভেইট করার পরে প্লাগিনটা অটোম্যাটিকালি তার কাজ শুরু করে দিবে মানে ডাটা সেইভিং এর কাজ শুরু করে দিবে, আপনি আইকনটিতে ক্লিক করে দেখতে পাবেন যে কত পারসেন্ট ডাটা সেইভ করেছে প্লাগিনটি। আসলে সেইভ করেছে বলতে ব্যাপারটি হচ্ছে মনে করুন আমরা একটি ইমেজ লোড করলাম যার সাইজ ২৬০ কেবি কিন্তু এই প্লাগিনটি ইউজ করলে এই প্লাগিনটা সেই ইমেজের যে ডাটা আছে সেটাকে কম্প্রেস করে সেটার সাইজ সঙ্কোচিত করে ফেলবে যেমন মনে করুন ২৬০ কেবি থেকে ইমেজ ফাইলটির সাইজ রুপান্তর হবে ২৫০ কেবিতে , যার মানে হচ্ছে আপনার ১০ কেবি ইন্টারনেট সাশ্রয় হয়েছে :) এই পদ্ধতিটি ব্যাবহার করে সহজেই আপনি ডাটা'র সাশ্রয় করে সে ডাটা অন্য কাজে ব্যাবহার করতে পারবেন :) যেমন আমার ক্ষেত্রে দেখুন আমি ২.৬ জিবি নেট ব্যাবহার করেছি কিন্তু এই এক্সটেনশটির কারণে নেট ব্যাবহার হয়েছে ২.৩ জিবি।


সবচেয়ে ভালো বিষয়টি হচ্ছে এই এক্সটেনশনটি আপনার ব্রাউজিং এক্সপিরিয়েন্সে কোনো ঝামেলা করবে না । শুধুমাত্র নেট ব্যাবহারটাই সাশ্রয়ী করে দিবে। টিউনটি পড়ার জন্যে আপনাদের সবাইকে ধন্যবাদ, আশা করি আপনাদের টিউনটি ভালো লেগেছে যদি ভালো লেগে থেকে টিউনমেন্ট করুন এবং শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন । কোনো সমস্যা হলে বা কোনো ভুল দেখে থাকলে আমার টিউনে অবশ্যই টিউনমেন্ট করুন ।

লেখাটি সর্বপ্রথম প্রকাশিত হয়েছিলো আমার ব্লগে

এছাড়া আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার ফেইসবুক আইডি

আমার টিউনগুলোর নিয়মিত আপডেট পেতে চাইলে এই পেইজে লাইক দিতে পারেন।

সবাইকে অসংখ্য ধন্যবাদ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

Post Bottom Ad

Responsive Ads Here

Pages