উইন্ডোজ ব্যাবহারকারীরা পিসিতে প্যাটার্ন লক ব্যাবহার করুন - Hack School Bangladesh

হ্যাকিং শিখুন নিজেকে রক্ষা করার জন্যে!

Post Top Ad

Responsive Ads Here

উইন্ডোজ ব্যাবহারকারীরা পিসিতে প্যাটার্ন লক ব্যাবহার করুন

Share This

উইন্ডোজ পিসিতে প্যাটার্ন লক ব্যাবহার করুন

                                                                           
সকল এন্ড্রয়েড ব্যাবহারকারী আশাকরি প্যাটার্নলক সিকিউরিটি সম্পর্কে অবগত আছেন। সকল স্মার্টফোনেই প্যাটার্নলক নামক সিকিউরিটি লকটি যুক্ত আছে ।
প্যাটার্ন লক হিসেবেই অনেকেই ব্যাবহার করে কারণ এটা ব্যাবহার করে সহজেই
ডিভাইস পাসওয়ার্ড প্রটেক্টেড করাযায় ।
প্যাটার্ন লক ব্যাবহার করা জন্যে কম পক্ষে (নিরাপত্তার কারণে) ৪টি ডট কে একসাথে যুক্ত করা প্রয়োজন ।
 আপনি যদি উইন্ডোজের সেই পুরানো লগিন সিস্টেম ব্যাবহার করতে করতে বিরক্তবোধ করছেন তাহলে এই ট্রিকটি আপনার জন্যে ;)
 আজকে আমি দেখাবো কম্পিউটার স্কিন লক করার নতুন একটি পদ্ধতি :)
 আজকের টিউনে আমি আপনাদের দেখাবো কিভাবে প্যাটার্ন লক সিকিউরিটি যুক্ত করা যায় উইন্ডোজ ৭,৮,১০ ইন্সটল থাকা পিসিতে।
 কিভাবে প্যাটার্ন লক সিকিউরিটি যুক্ত করবেন আপনার উইন্ডোজ সিস্টেমেঃ
 প্রথমেই এই লিঙ্ক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন । ডাউনলোড হয়ে যাওয়ার পরে সফটওয়্যারটি ইন্সটল করে নিন । ইন্সটল করার পরে আপনি সফটওয়্যারটির কনফিগারেশন দেখতে পাবেন ।
সফটওয়্যাটির ডিফল্ট পাসওয়ার্ড হিসেবে থাকে z জেড বলতে অক্ষর জেড না কিন্তু :P ঐ যে প্যাটার্ন লকের লকটি থাকে জেড অক্ষরের মতো । এখন আপনার ডিফল্ট পাসওয়ার্ডটি রিসেট করে ফেলুন আপনার ইচ্ছেমতন ।  আপনি চাইলে ৩ ঘর থেকে বাড়িয়ে ৪ ঘর বা ৫ ঘর পর্যন্ত ব্যাবহার করতে পারেন প্যাটার্ন লকটি ।  এছাড়াও আপনারা সফটওয়্যারটির জেনারেল ট্যাবে গিয়ে আপনাদের ইচ্ছেমতন সেটিং কনফিগার করতে পারেন যেমন আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড ইমেজ অন/অফ করে দিতে পারেন এছাড়াও আরো অনেক অপশন আছে সেটা আপনারা ঘাটলেই বুঝতে পারবেন । আশা করি আমার টিউনটি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের কাজে লাগবে ।
 যদি ভালো লেগে থাকে তাহলে টিউনটি শেয়ার করতে পারেন ।  আর যদি ব্যাবহার করতে সমস্যা হয় অবশ্যই টিউনমেন্টের মাধ্যমে জানাবেন । আমার সাথে যোগাযোগের জন্যে আমার ফেইসবুক আইডি

 আমার ফেইসবুক পেইজ, আমার বিভিন্ন পোস্ট আপডেট পাবেন এই পেইজে
ধন্যবাদ জানিয়ে টিউন এখানেই শেষ করছি!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

Post Bottom Ad

Responsive Ads Here

Pages