ফেইসবুক একাউন্ট হ্যাকিং সম্পর্কে কিছু কথা (কিভাবে হ্যাকিং এর হাত থেকে বাঁচবেন বা কিভাবে হ্যাক করবেন) - Hack School Bangladesh

হ্যাকিং শিখুন নিজেকে রক্ষা করার জন্যে!

শনিবার, ২০ জুন, ২০১৫

ফেইসবুক একাউন্ট হ্যাকিং সম্পর্কে কিছু কথা (কিভাবে হ্যাকিং এর হাত থেকে বাঁচবেন বা কিভাবে হ্যাক করবেন)

সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার টিউটোরিয়ালে, আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে এক ক্লিকে ফেইসবুক একাউন্ট হ্যাক করতে হয়।
অনেকেই অনেক দিন ধরে ইনবক্সে ফেইসবুক আইডি হ্যাকিং এর ব্যাপারে মেসেজ করে চলেছেন তাদের জন্যেই এই টিউটোরিয়াল। আশা করি আপনাদের সবার ভালো লাগবে, এবং আপনারা নতুন কিছু শিখতে পারবেন

donkey
ওনারা মনে করেন ফেইসবুক কর্তিপক্ষ গাধা আর আবুলদের দল (হা হা হা!)

ভাই ফেইসবুক তো গাধার বাচ্চাদের দল না, তাই না ?

এটা অনেক বড় একটি কোম্পানি যাদের ইউ এস স্টক এক্সচেঞ্জে শেয়ার পর্যন্ত আছে। যদি ইজিলি ফেইসবুক একাউন্ট হ্যাক করা যেতো তাহলে কখনোই ফেইসবুক এতো জনপ্রিয় হতো না,কারণ কেউ চাইবে না যে তার প্রাইভেসি লিক বা তার একাউন্ট হ্যাক হোক।  অনেকেই আছে ইজিলি ফেইসবুক হ্যাকিং এর আকর্ষনীয় টাইটেল দিয়ে মানুষ টানে এবং সাবস্ক্রাইবার নে বা লিঙ্ক থেকে টাকা আর্ন করে অথবা ফাইলের মাধ্যমে নিজের কি-লগার ছড়িয়ে দেয়। সবাইকে একটা কথায় বলতে চাই, ফেইসবুক ওয়েবসাইট এমন  কোনো বাগ নেই যেটা দিয়ে কোনো হ্যাকার ডিরেক্ট কোনো ফেইসবুক একাউন্ট হ্যাক করতে পারবে। যদি থেকেও থাকে তাহলে এটা কেউ পাবলিশ করবে না করবে প্রথমে ফেইসবুককে রিপোর্ট, যদি কেউ এই ধরনের বাগ  নিয়ে ফেইসবুকে রিপোর্ট করে তাহলে মানে একাউন্ট টেইক ওভারের কোনো সোস্যাল ইঞ্জিনিয়ারিং ছাড়া তাহলে কমপক্ষে ২০,০০০ থেকে ৩০,০০০ ডলারের বাউন্টি পাবে সে (যারা এসব রিপোর্ট করে থাকে তাদের বাগ বাউন্টি হান্টার বলা হয়)  এই লিঙ্কে  গেলেই সেসব বাগ বাউন্টি হান্টারদের নাম পাবেন যারা ফেইসবুকে বিভিন্ন ধরনের বাগ বের করে দিয়ে ফেইসবুকের হল অব ফেইমে নাম উঠিয়েছেন এবং বাউন্টি কামিয়ে নিয়েছেন।
আমি এই টিউনটি-তে টিউনমেন্ট করতে গিয়ে এই টিউনটি লেখে ফেললাম :p
উনি টিউনটিতে যে স্ক্রিপ্টটি শেয়ার করেছে সেটা হচ্ছে একটি ডিকশনারি এট্যাক মেথড যেটা মোটেও ইজিলি বা কাজের কিছুই না।
এই মেথড তখনই কাজ করবে যখন আপনার লিস্টের পাসওয়ার্ডের মধ্যে সেই পাসওয়ার্ড থাকবে যে পাসওয়ার্ডটি আপনি যার একাউন্ট হ্যাক করতে চান তার পাসওয়ার্ড যদি না হয় তাহলে সম্ভব না :)   (আশা করি বুঝতেপেরেছেন)

প্রশ্নঃ  ফেইসবুক আইডি হ্যাক করবো তাহলে?

উঃ সোস্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে, অর্থাৎ যার একাউন্ট হ্যাক করতে চান তার সাথে বন্ধুত্ব পাতান, তাকে এমন ভাবে কি-লগার,র‍্যাট,ট্রোজান ফাইল পাঠান যাতে সে তার ডিভাইসে সেটা ইন্সটল করে অথবা এমন ভাবে
ফিশিং পেইজ দিন যাতে সে সেখানে লগিন করে,।

প্রশ্নঃ অনেকেই অনেক রকম ভাবে ফেইসবুক আইডি হ্যাক করে এই প্রচলিত মেথড গুলো ছাড়া কিভাবে ?

উঃ আমরা অনেকেই আছি একই পাসওয়ার্ড বিভিন্ন সাইটে ব্যবহার করে মনে করুন a,com এ আপনি যে পাসওয়ার্ড দিয়েছেন সে পাসওয়ার্ড ফেইসবুকে দিলে যদি a.com এর একাউন্ট হ্যাক হয় আপনার তাহলে তার
সাথে সাথে ফেইসবুক একাউন্ট ও হ্যাক হয়ে যাবে। (তাই ভিন্ন ভিন্ন সাইটে ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড ব্যবহার করা উচিত)
অনেক কাছের মানুষ আছে যাদের সে যার আইডি হ্যাক করতে চায় তার ডিভাইসে ফিজিক্যাল এক্সেস আছে, অর্থাৎ যার আইডি হ্যাক করতে চাই তার কম্পিউটার, ল্যাপটপ, বা ফোনে তার সরাসরি ব্যবহারের সুযোগ আছে, সেক্ষেত্রে সে ফিজিক্যালি এক্সেস নিয়ে তার ডিভাইসে (যার আইডি হ্যাক করতে চায়) কি-লগার বা এই ধরনের কিছু ইন্সটল করে দিবে কাজ শেষ :P  অনেকেই হয়তো দেখে ফেলে তার বন্ধুকে পাসওয়ার্ড টাইপ করতে সে ক্ষেত্রেও এটাকে হ্যাক বলা চলে :P আবার অনেক সময় বন্ধুর মোবাইল থেকে অনেকেই ফেইসবুক একাউন্ট লগিন করেন সেক্ষেত্রে হতে পারে, তার মোবাইলে এমন কিছু সেট করা আছে যাতে কি বোর্ডে কিছু টাইপ করলেই সেইভ হয়ে যায় সে ক্ষেত্রেও আপনি হ্যাকেড (মোবাইল,পিসি,ল্যাপটপ যেকোনো কিছু হতে পারে) তারপর সাইবার ক্যাফে তে অনেকেই ইন্টারনেট ব্যবহার করেন সেক্ষেত্রে যদি সেই পিসি গুলোতে কি-লগার ইন্সটল দেওয়া থাকে তাহলে বুঝতেই তো পারছেন কি হবে।

প্রশ্নঃ কিভাবে বুঝবেন পিসিতে কি-লগার বা এধরনের কিছু ইন্সটল দেওয়া নাই সাইবার ক্যাফের?

প্রথমেই CPU পিছনে দেখতে পারেন কোনো অপ্রয়োজনীয় ক্যাবল আছে নাকি।
Hard ware keylogger
হার্ডওয়্যার কি-লগারের ছবি
দ্বিতীয়ত দেখুন পিসি'তে ডিপ ফ্রিজ ইন্সটল দেওয়া আছে নাকি, যদি থাকে তাহলে চিন্তার কিছুই নেই,
ডিপ ফ্রিজ কি ? সিম্পলি বলতে গেলে এটা যদি পিসিতে ইন্সটল থাকে তাহলে কোনো ডাটাই পিসি সেইভ করে না এটা ইন্সটল দেওয়ার পর থেকে, প্রত্যেক বার পিসি রি-স্টার্ট করার পরে সব আবার আগের মতন নতুন হয়ে যায়। এছাড়া দেখবেন এন্টি-ভাইরাস দেওয়া আছে নাকি সেটা।

এছাড়াও আরো হাজার হাজার পদ্ধতি আছে হ্যাকিং এরঃ

যেমন একই ওয়াইফাই ব্যবহার করলে হ্যাকার আপনার একাউন্ট হাতিয়ে পারে, একই নেটওয়ার্কে থাকলেও পারে। আর বিস্তারিত লিখলাম না।
হ্যাকিং শিখতে চান ভালো কথা, শিখুন! শিখলে কাজের কিছু শিখুন যেটাতে লাভ হয়।
ফেইসবুক আইডি হ্যাকিং না শিখে শিখার চেষ্টা করুন কিভাবে ফেইসবুকের সিকিউরিটি ব্রেক করা যায়।
সাধারন সাধারন সিকিউরিটি দুর্বলতার জন্যেও ফেইসবুক কমপক্ষে ৫০০ ডলারের বাউন্টি বা পুরুষ্কার দিয়ে থাকে।
যায় হোক অনেক কথা বলে ফেললাম, এই টিউনটি দেখে আসলে সেখানে টিউমেন্ট করতে গিয়ে এই লেখার সূচনা।
লেখায় অনেক ভূল থাকতে পারে তার জন্যে আমি ক্ষমাপ্রার্থী, এখনো অনেক কম জানি তাই শেখায় আছি, দয়া করে ভূল হলে ক্ষমা করবেন।
এছাড়া যারা হেডিং দেখি লোভী লোভী চোখে টিউন ওপেন করে এখনো রাগে ফুসছেন তাদের বলি
heheh
টাইটেল দেইখা খুশি হয়েন না জীবনেও ! হে হে হে!

যায় হোক অনেক কথায় বলে ফেললাম, আজকেই এখানেই শেষ করবো আমার টিউন, অতি শিগ্রই দেখা হবে নতুন কোনো টিউনে,
এরপরেও যারা ফেইসবুক একাউন্ট হ্যাক করতে চান তারা টিউনমেন্ট করুন।
আর টিউন দেখে যাদের মন খারাপ হয়েছে তারা আমার ফেইসবুক আইডিটি হ্যাক করে ফেলতে পারেনঃ ফেইসবুক আইডি :p

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

Pages