আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি দেখেয়েছি কিভাবে একটি Sql Injection
Exploit ব্যবহার করে ওয়েবসাইট হ্যাকিং। একটি সিএমএস সিস্টেম (তেমন ফেমাস না) যেটার Sql Injection এক্সপ্লইট পাবলিশ হয়েছে এক্সপ্লইট পাবলিশিং সাইটে এক্সপ্লইট ডিবি'তে, সেখান থেকে এক্সপ্লইটটি ব্যবহার করে আমি আপনাদের জন্যে এই ভিডিও টিউটোরিয়ালটি বানিয়েছি। টিউটোরিয়াল টি দেখার সময় অবশ্যই ভিডিও কোয়ালিটি বাড়িয়ে দেখবেন না হলে হয়তো ঠিক ভাবে বুঝতে পারবেন না।
টিউটোরিয়াল টি দেখার জন্যে ইউটিউব লিঙ্ক এখানেঃ ইউটিউব ভিডিওর ডেস্ক্রিপশনে আমি ডর্ক ডাউনলোড লিঙ্ক এবং ভিডিও ডাউনলোড লিঙ্ক শেয়ার করেছি।
যা যা দেখানো হয়েছে ভিডিও টিউটোরিয়ালেঃ প্রথমেই গুগল ডর্ক ব্যবহার করে ভুলনরাবল সাইট ব্যবহার করতে হবে।
এরপরে হাভিজ টুল বা ম্যানুয়ালি SQLi করতে হবে, ম্যানুয়ালি SQLi কিভাবে করতে হয় সেটা শেখার জন্যে এই ভিডিও
টিউটোরিয়ালটি দেখুনঃ
যায়হোক SQLi করে এডমিন আইডি পাসওয়ার্ড বের করার পরে, আমি দেখিয়েছি কিভাবে Havij ব্যবহার করে Admin
Panel বের করতে হয় সেটা। আশা করি ভিডিও টিউটোরিয়াল টি আপনাদের ভালো লাগবে।
আবার দেখা হবে সামনের টিউনে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন! এই শুভকামনা জানিয়ে আমার টিউটোরিয়াল এখানেই
শেষ করছি। যেকোনো প্রকার প্রশ্নের জন্যে টিউনমেন্ট করতে পারেন। আমার সাথে যোগাযোগের জন্যে আমার ফেইসবুক আইডি ..
(ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠালে দয়া করা মেসেজ দিবেন যে টেকটিউনস থেকে পাঠিয়েছেন) ধন্যবাদ সবাইকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷