ক্র্যাক করুন RAR ও ZIP ফাইলের পাসওয়ার্ড করুন একদম সহজে! - Hack School Bangladesh

হ্যাকিং শিখুন নিজেকে রক্ষা করার জন্যে!

শনিবার, ১৪ মার্চ, ২০১৫

ক্র্যাক করুন RAR ও ZIP ফাইলের পাসওয়ার্ড করুন একদম সহজে!

সবাইকে স্বাগতম আমার টিউনে আজকের টিউনে আমি আপনাদের কে দেখাবো কিভাবে RAR/ZIP

ফাইলের পাসওয়ার্ড ক্র্যাক করা যায়।
RAR/ZIP ফাইল সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই । আপনার সবাই হয়তো এর সম্পর্কে জানেন।  winrar এর মাধ্যমে ফাইল rar/zip এই দুইটি ফরম্যাটে কম্প্রেস করা হয়। এবং কম্প্রেস করার সাথে সাথে আরো অনেক সুবিধা আছে যেমন তার মধ্যে একটি হলে ফাইলের সাথে পাসওয়ার্ড যোগ করা যায়। আপনি আপনার ফাইল কম্প্রেস করার সময় পাসওয়ার্ড দিয়ে রাখতে পারবেন যাতে অন্য কেউ সেটা পাসওয়ার্ড ছাড়া দেখতে না পায় । কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা নেট খরচ করে অনেক ঝামেলা শেষে একটি RAR/ZIP ফাইল ডাউনলোড করার পর সেই ফাইলটি পাসওয়ার্ড প্রটেক্টেড থাকার কারণে আমাদের শ্রম এবং ইন্টারনেট দুটোই জলে যায়। তাই আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি rar/zip ফাইলের
পাসওয়ার্ড ক্র্যাক করা যায়। প্রথমেই এই লিঙ্ক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন । ডাউনলোড করে ইন্সটল করার পর সফটওয়্যার টি স্টার্ট মেনু থেকে চালু করে নিন। আর আগে একটি কথা বলে রাখি যে সফটওয়্যারটি  Brute Force এট্যাকের সাহায্যের পাসওয়ার্ড ক্র্যাক করার চেষ্টা করবে।তবে এর জন্যে সময়ের দরকার হতে পারে ।ফাইলে দেওয়া পাসওয়ার্ড দৈর্ঘ্য বা আকার অনুযায়ী সময় প্রয়োজন হবে সোজা কথায় বলতে গেলে ফাইলের পাসওয়ার্ড যত কঠিন হবে ফাইল ক্র্যাক করতে তত বেশী সময় লাগবে। দশ মিনিটও লাগতে পারে বা দশ মাসও লাগতে পারে  ।
যায় হোক এবার কাজের কথায় আসি কিভাবে ফাইল ক্র্যাক করতে হবে সেটা স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করছিঃ

সফটওয়্যারটি চালু করে নিন এবং নিচের স্ক্রিন শটটি তে দেখানো ওপেন লেখাটিতে ক্লিক করুনঃ 


এবার ফাইল ব্রাউজ করে যে ফাইলটি ক্র্যাক করতে চান সে ফাইলটি সিলেক্ট করে দিনঃ 


এবার মিনিমাম এবং ম্যাক্সিমাম পাসওয়ার্ড লেংথ সেট করুন। যদি আপনার মনে হয় যে জিপ বা রার
ফাইলটির পাসওয়ার্ড সহজ ধরনের তাহলে লোয়ারকেইস পাসওয়ার্ড সিলেক্ট করতে পারেন (এটা
আপনার ওপর নির্ভর করে আপনার ইচ্ছে অনুযায়ী দিন অথবা স্ক্রিনশট ফলো করতে পারেন।)



এখন জিপ/রার ফাইলটির ক্রাকিং শুরু হবে 

এর জন্যে স্টার্ট বাটনে ক্লিক করুন এটা Brute Force এট্যাকের সাহয্যে পাসওয়ার্ড ক্র্যাক করার চেষ্টা শুরু করবে । আপনার কাজ হবে পাসওয়ার্ড ক্র্যাক না হওয়া পর্যন্ত অপেক্ষা করাঃ



পাসওয়ার্ড ক্র্যাক হতে কতক্ষন সময় লাগতে পারে?
এটা নির্ভর করে আপনি যে জিপ/রার ফাইলের পাসওয়ার্ড ক্র্যাক করছেন সেটার লেংথ আর ধরনের

উপর পাসওয়ার্ড যদি লেংথে বড় হয় বা কঠিন ধরনের হয় তাহলে ক্র্যাক করতে অনেক সময় লাগবে।
যদি সোজা ধরনের হয় তাহলে কম সময়ের মধ্যেই ক্র্যাক হয়ে যাবে ।
ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন টিউমেন্ট করুন শেয়ার করুন :P যেটা আমাকে উৎসাহিত করবে আরো ভালো কিছু লেখার জন্যে । যদি কোনো সমস্যা হয় তাহলে টিউমেন্টে জানান সাহায্য করার চেষ্টা করবো ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

Pages