সুইস ব্যাংকের ৪ বিলিয়ন ডলারের ক্ষতি করার কারণে ব্যাংককে এরেস্ট হলেন হ্যাকার 'Diabl0' - Hack School Bangladesh

হ্যাকিং শিখুন নিজেকে রক্ষা করার জন্যে!

Post Top Ad

Responsive Ads Here

সুইস ব্যাংকের ৪ বিলিয়ন ডলারের ক্ষতি করার কারণে ব্যাংককে এরেস্ট হলেন হ্যাকার 'Diabl0'

Share This





২৭ বছর বয়সি মরোক্কোর হ্যাকার এরেস্ট হলেন সুইস ব্যাংকের ৪ বিলিয়ন ডলারের ক্ষতি করার কারণে।
থাইল্যান্ড স্পেশাল ইনভেস্টিগেশন (DSI) এর হাতে থাইল্যান্ডে ধরা পডেন এই হ্যাকার।
সুইস ব্যাংকের কম্পিউটার,ওয়েবসাইট ক্রাকিং এর অপরাধে।

 Diabl0 নিক নামে ব্যাবহার কারী হ্যাকারের আসল নাম ফরিদ এসসেবার। 
 যাকে গ্রেফতার করার জন্যে গত তিন বছর ধরে খুজছিল সুইস কর্তিপক্ষ । তাকেই গত মঙ্গলবার শেষ 
 গ্রেফতার করতে সক্ষম হয় থাই-সুইস কর্তিপক্ষের যৌথ অভিযানে এবং গ্রেফতারের পর 
 তাকে সুইজারল্যান্ড প্রেরন করার সিদ্ধান্ত নিয়েছে কর্তিপক্ষ।
 ২০১১ সালে এই হ্যাকার ব্যাংকের লগইন পেইজ ডুপলিকেট করে বা ফিশিং করে ১০০০ এর ছেয়ে বেশি মানুষের 
 একাউন্ট হ্যাক করেন। এবং যার কারণে প্রায় ৪ বিলিয়ন ডলারের ক্ষতির সম্মুখিন হয় ব্যাংক কর্তিপক্ষ।
 যার কারণে তার নামে ইন্টারন্যাশনাল এরেস্ট ওয়ারেন্ট ইস্যু হয়। 
 গত তিন বছর ধরে পুলিশ তার সন্ধান করার পর গত মঙ্গলবার তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
 থাইল্যান্ড পুলিশের ভাষ্যমতে 
 "আমরা অপরাধী কি কনডোমিনিয়াম শহরের রামা এইভি রোড থেকে গ্রেফতার করতে সক্ষম হই। 
 এবং থাইল্যান্ড কর্তিপক্ষ আগামি ৯০ দিনের মধ্যে তাকে সুইজারল্যান্ড প্রেরন করবে"
 আর আগেও ২০০৫ সালে ১৮ বছর বয়সে এই হ্যাকার গ্রেফতার হন এবং দুই বছরের কারাদন্ড ভোগ করেন।
 গুরুত্বপূর্ণ ব্যাংকের ওয়েবসাইট এবং উইন্ডোজ ২০০০ সিস্টেমে ম্যালওয়্যার ছাডানোর কারণে।

1 টি মন্তব্য:

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

Post Bottom Ad

Responsive Ads Here

Pages