ফেইসবুক আইডি হ্যাকিং। - Hack School Bangladesh

হ্যাকিং শিখুন নিজেকে রক্ষা করার জন্যে!

শুক্রবার, ২৮ মার্চ, ২০১৪

ফেইসবুক আইডি হ্যাকিং।



সবাইকে স্বাগতম আমার হ্যাক স্কুল বিডির প্রথম পোস্টে।
আজকে আমরা আলোচনা করবো ফেইসবুক হ্যাকিং নিয়ে।
যায় হোক ফেইসবুক সম্পর্কে তেমন বেশি বলার কিছুই নেই :)
কারণ আমার এই পোস্টের লিঙ্কটাও হয়তো আপনি ফেইসবুকের মাধ্যমেই পেয়ে থাকবেন পাবলিশ হওয়ার পর।

জোকার ভাই এমন জিনিস বানাইলো যে  জীবনটাই জোক হয়ে গেছে :p খায়তে ফেইসবুক বসতে ফেইসবুক, এমন কি প্রাকৃতিক কাজ কর্ম করা অবস্থায় ও মানুষ
ফেইসবুকেই থাকে।

যায় হোক মজা করছিলাম ২০০৪ সালে প্রতিষ্টিত হওয়া ফেইসবুক ওয়েবসাইটের ইউজারের সংখ্যা বর্তমানে বিলিয়নের উপরে ।
যায় হোক আমরা আজকের পোস্টে আলোচনা করবো কিভাবে ফেইসবুক আইডি হ্যাকিং করা যায়।
হাজার হাজার পদ্ধতি আছে ফেইসবুক আইডি হ্যাক করার । হয়তো আপনি বলবেন লেখক পাগলি নি কুনু :p হাজার হাজার পদ্ধতি থাকলে আমরা এতদিন ধরে খুজি হ্যাকিং
করার সিস্টেম কিন্তু পায় না কেনো :/

না ভাই আসলে হ্যাকিং ব্যাপার টা হচ্ছেই আবিষ্কারের প্রত্যেক পুরানো একটি কিছু নিয়ে ঘাটতে ঘাটতে আপনি নিশ্চয় সেই জিনিসটা সম্পর্কে নতুন কিছু বের করতে পারবেন।
তেমনি ভাবে ফেইসবুক হ্যাকিং এর ১০০০ পদ্ধতির ব্যাপার টাও এরকম। আপনি যতো ফেইসবুক নিয়ে ঘাটবেন। (এখানে ঘাটাঘাটি মানে চ্যাটিং ফোটো আপলোডিং এর কথা বলা হচ্ছে নাহ)
যায় হোক প্রথমেই হ্যাকিং করার জন্যে আপনার ভালো মতন জানা দরকার ফেইসবুক কাজ করে কিভাবে।
ফেইবুকের সম্পর্কে আপনি যদি ভালো মতন জানেন,তাহলে ফেইসবুক আইডি হ্যাকিং এর ব্যাপার টা অনেকটাই সহজ হয়ে যাবে আপনার জন্যে।
যায় হোক এই বিষয়ে হয়তো বিস্তারিত পরে কোনোদিন আলোচনা করবো। তবে আজকে আলোচনা বিষয় হচ্ছে পাসওয়ার্ড রেসেট পদ্ধতি ব্যাবহার করে কিভাবে ফেইসবুক আইডি হ্যাকিং কিভাবে করা যায়।

ফেইসবুক হ্যাকিং এর সবচেয়ে সহজ উপায় হচ্ছে পাসওয়ার্ড রেসেট করার মাধ্যমে ভিকটিমের ফেইসবুক আইডি হ্যাক করা।
এই পদ্ধতি টি ব্যাবহার করে আইডি হ্যাকিং করা সহজ হয় যখন আপনি যার আইডি হ্যাক করতে চাচ্ছেন সে যদি আপনার ফেইসবুক ফ্রেন্ড হয়।
এর জন্যে আপনার দরকার হবে আপনি যার ফেইসবুক আইডি হ্যাক করতে চান তার মেইল আইডি।
যদি আপনি ভিকটিমের মেইল আইডি না যেনে থাকেন সে ক্ষেত্রে আপনি তার প্রোফাইলের কনটাক্ট ইনফো তে দেখতে পারেন।
এখন ফেইসবুকে ঢুকে ক্লিক করুন ফরগেট পাসওয়ার্ড অপশনে।
তারপর আপনার ভিকটিমের মেইল আইডি দিন।
তারপর আপনি ভিকটিমের ফেইসবুক আইডি দেখতে পাবেন।
তারপর This is my account লেখাটি তে ক্লিক করুন।
এখন আপনি দেখতে পাবেন যে
"would like to reset the password via the victim's emails."
এই লেখাটি। কিন্তু ভিকটিমের মেইল আইডি তে তো আপনার এক্সেস নেই সুতারাং
 "No longer have access to these?"
লেখাটি তে ক্লিক করুন ।
এখন আপনাকে প্রশ্ন করবে
"How can we reach you?"
আপনি এমন একটি মেইল আইডি দিন যেটা এখনো ফেইসবুকে ব্যাবহার করা হয়নি।
আবার ফেইসবুক আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবে।
আপনি যদি ভিক্টিমের ফ্রেন্ড হয়ে থাকেন তাহলে তো কথায় নেই,কারণ ভিক্টিমের ফেইসবুক প্রোফাইল রিলিটেড অনেক প্রশ্নের উত্তর আপনার যানা থাকবে/
যেমনঃ বার্থ ডেট,কোথায় থাকেন,সিক্রেট প্রশ্নের উত্তর ইত্যাদি।
যদি আপনার যানা না থাকে তাহলে চিন্তা ভাবনা করে উত্তর দেওয়ার চেষ্টা করুন।
আপনি যদি প্রশ্ন গুলোর উত্তর ঠিকভাবে দিতে পারেন তাহলে আপনি ভিক্টিমের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন,তবে তার জন্যে ২৪ ঘন্টা সময় লাগবে।
যদি আপনি ফেইবুক যে প্রশ্ন গুলো করেছে সেগুলোর সঠিক উত্তর না জানেন তাহলে এই পদ্ধতি টি ব্যাবহার করতে পারেন।

"Recover your account with help from friends"
এই অপশন টি তে ক্লিক করুন।
এটার মাধ্যমে আপনি তিন জন বা পাচজন ফ্রেন্ড সিলেক্ট করতে পারেন ।
সিলেক্ট করা ফ্রেন্ড দের কাছে ফেইসবুক একটি সিকুউরিটি কোড পাঠাবে এই সিকুউরিটি কোডটির মাধ্যমে আপনি পাসওয়ার্ড টি রিসেট করতে পারেন।
এই ক্ষেত্রে আপনি একটি কাজ করতে পারেন আপনি ৩ টি বা ৫ টি ফেইক আইডি খুলুন এবং সেগুলো দিয়ে আপনার ভিক্টিম কে এড রিকুএস্ট পাঠান।
এবং রিকুএস্ট একসেপ্ট করলে এই পদ্ধতি টি ব্যাবহার করে আপনি সিকুউরিটি কোড গুলা সেন্ড করার জন্যে যেসব ফ্রেন্ড সিলেক্ট করতে বলেছে ফেইসবুক।
আপনি আপনার ফেইক আইডি গুলো সিলেক্ট করুন।
তারপর এই পেইজটি দেখতে পাবেন




এখানে কনফারমেশন কোড গুলো বসিয়ে নিন :)
এবং চেঞ্জ করে ফেলুন ভিকটিমের পাসওয়ার্ড।

  • কিভাবে নিজের আইডি কে হ্যাক হওয়া থেকে বাঁচাবেন

১.মেইল আইডি হাইড করে রাখুন যাতে আপনি ছাডা আর কেও মেইল আইডি দেখতে না পারে (ফেইসবুক মেইল)
২.সিকুউরিটি প্রশ্নের উওর দেওয়ার সময় ভালো ভাবে চিন্তা করে দিন যাতে যাতে কেও আপনার সিকুউরিটি প্রশ্নের উত্তর না যেনে যায়।

আগামী পোস্টে আরো কয়েকটি পদ্ধতি নিয়ে আলোচনা করার চেষ্টা করবো  বিস্তারিত বর্ণনা দেওয়ার কারণে একটি পোস্টে সকল পদ্ধতি সম্পর্কে লেখা সম্ভব হলো না
বলে দুঃখিত।
কষ্ট করে পডার জন্যে ধন্যবাদ।

৭টি মন্তব্য:

  1. thanks a lot vai....post ta share krar jonno :)

    উত্তরমুছুন
  2. vai "forgot password" deyar por & viictim er email deyar por ashe "no longer have access to these " eita deyar pr fb related kno email chay.........uporer kno kichu er shathe e to mil nai....

    উত্তরমুছুন
  3. এই মন্তব্যটি একটি ব্লগ প্রশাসক দ্বারা মুছে ফেলা হয়েছে।

    উত্তরমুছুন

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

Pages